লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকাল মানেই কনকনে ঠান্ডা পানি। শীতের সকালে সবসময় ঠান্ডা পানিতে গোসল সম্ভব হয় না, কিন্তু চুলের তেল চিটচিটে ভাব দূর করাটাও জরুরি। এক্ষেত্রে সহজ সমাধান ড্রাই শ্যাম্পু।
ড্রাই শ্যাম্পুর চুলের গোড়ায় লেগে থাকা তেলকে কয়েক সেকেন্ডে শুষে নেয়, এরফলে পানিতে চুল ভেজানো ছাড়াই পাওয়া যায় সিল্কি ও বাউন্সি চুল।
এ ছাড়া তেলতেলে চুলকে দ্রুত রেশমের মতো করতে, ঘনত্ব বাড়িয়ে তুলতে পারে ড্রাই শ্যাম্পু। তবে এই ধরনের প্রসাধনীতে রাসায়নিক উপাদান বেশি থাকে। তাই মাথার ত্বকের ক্ষতি কিন্তু আটকানো যায় না।
১) হাতে সময় কম থাকলে পানি দিয়ে চুল ভিজিয়ে গোসল করে শ্যাম্পু করার উপায় থাকে না। এ ক্ষেত্রে ড্রাই শ্যাম্পু সময় বাঁচায়।
২) ড্রাই শ্যাম্পু যখন ইচ্ছে ব্যবহার করা যায়। শীতের জায়গায় ঘুরতে গেলেও অসুবিধা নেই। রেশমের মতো ফুরফুরে চুলেই ছবি তুলতে পারবেন।
৩) এমনি শ্যাম্পুতে চুলের রং নষ্ট হয়। ড্রাই শ্যাম্পু করলে সেই সম্ভাবনা থাকে না।
১) শীতকালে এমনিতেই খুশকির বাড়বাড়ন্ত হয়। তার উপর যদি রোজ ড্রাই শ্যাম্পু ব্যবহার করেন, তা হলে তো কথাই নেই। মাথার ত্বকে ড্রাই শ্যাম্পু জমে সেখান থেকেও খুশকি হতে পারে।
২) ড্রাই শ্যাম্পুর মধ্যে যে ধরনের রাসায়নিক থাকে, তা মাথার ত্বককে অতিরিক্ত শুষ্ক করে দিতে পারে। তাই পরবর্তীতে পানি দিয়ে ভাল করে না ধুলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।
৩) মাথার ত্বকে ড্রাই শ্যাম্পুর রাসায়নিক জমতে থাকলে তা থেকে চুলের গোড়ায় সংক্রমণ হতে পারে। যা থেকে পরবর্তী সময়ে চুল পড়ার পরিমাণ আরও বেড়ে যেতে পারে।
কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৬