এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জনপ্রিয় হয়ে উঠছে পলিথিনে ঢাকা বীজতলা তৈরী। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে উপজেলার বেশিরভাগ ইরি-বোরোর বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছর ঘন কুয়াশায় ইরি-বোরো ধানের বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য চৌগাছার কৃষকেরা এখন পলিথিন ঢাকা দিয়ে বীজতলা তৈরি করছেন। কম সময়ে স্বাস্থ্যবান ও ভালো বীজ পাওয়ায় ইতিমধ্যে এ পদ্ধতিটি চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেরা কৃষি সম্প্রাসারণ অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি মৌসুমে চৌগাছা উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ২ শত ৭০ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭২ হাজার ৯শত ৯০ মেট্রিকটন। বোরো আবাদের জন্য বীজতলা তৈরী করতে এ উপজেলায় সরকারি ভাবে বিনামূল্যে ৫৩৫০ জন কৃষককে উফশী জাতের ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এ ছাড়া ২৩০০ জন কৃষককে ২ কেজি করে উন্নত জাতের হাইব্রিকেট ধানের বীজ দেওয়া হয়েছে। গত মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮ হাজার ২৪০ হেক্টর জমিতে।
ডিসেম্বর মাসের প্রথম থেকে কৃষকেরা বাড়ির পাশে খাল বিল ডোবা ও নদীর ধারে বীজতলা তৈরি করে থাকেন। কিন্তু প্রতি বছর ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা পড়েন বিপদে। তখন বাইরে থেকে বীজতলা সংগ্রহ করতে হয়। এ অবস্থায় পলিথিন ঢাকা দিয়ে উঁচু জমিতে বীজতলা তৈরির পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। ইতিমধ্যে এ উপজেলায় যেসব বীজতলা তৈরি করা হয়েছে তার অর্ধেকই পলিথিন দিয়ে ঢাকা। বীজ গাজার পর রোদ্রজ্জ্বল দিনের বেলায় পলিথিনের ঢাকা তুলে ফেলতে হয়। মাঝে মধ্যে পানি সেচ দিতে হয়। পলিথিন ঢাকা দিয়ে তৈরি বীজতলা শৈত্যপ্রবাহ ও কুয়াশায় নষ্ট হয় না এবং সময়মত খেতে লাগানো যায়। এ বীজ হতে ধানের উৎপাদনও তুলনামূলকভাবে বেশি। তাই এ পদ্ধতি কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলা স্বরুপদাহ গ্রামের কৃষক জামাল উদ্দিন জানান, গত বছর ধরে আমরা পলিথিন দিয়ে বীজতলা তৈরি করছি। কারণ শীতে বীজতলা নষ্ট হয়ে যায়। তাই বীজ তলা রক্ষার জন্য পলিথিন ব্যবহার করা হচ্ছে। একই গ্রামের কৃষক ফসিউজ্জামান লোটন বলেন, শীতের আবহাওয়া বীজ তলার জন্য ঝুঁকিপূর্ণতাই পলিথিন দিয়ে ঢেকে দিলে ভালো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই আমাদের এ এলাকার কৃষকদের পলিথিনের ঢাকা দিয়ে বীজতলা তৈরি করার জন্য আমরা পরামর্শ দিয়ে আসছি। আর তারা এ ভাবে বীজতলা তৈরি করে লাভবান হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪