বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের চারটি ক্লিপসহ মো. আরিফ (২২) নামে এক যুবককে শুক্রবার বিকেলে পৌর এলাকার পৈরতলা থেকে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। আটক আরিফ সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
এ বিষয়ে আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডেট মো. ইসমাইল হোসেন জানান, পৈরতলা গণকবর এলাকায় ওই যুবক রেললাইন থেকে ক্লিপ খুলছিলেন। দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার আরিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে ওই যুবকের রিমান্ড আবেদন করা হয়নি বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৮