বিনোদন ডেস্ক : শনিবার (১৬ ডিসেম্বর) পোস্ট করা বুবলীর সর্বমোট ৯টি ছবি ছিল। ওই সব ছবিতে সবার চেয়ে বেশি বুবলী আর মুন্নীকে গ্লামার লুকে দেখা যাচ্ছে। দুজন দুজনকে জড়িয়ে ধরা ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে তাদের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়েছে।
পোস্ট করা ছবিগুলো ছিল মূলত গান বাংলা সংগীত চ্যানেলের ১০ বছর পূর্তির অনুষ্ঠান। ২০১৩ সালে বিজয়ের মাস ১৬ ডিসেম্বরে গান অন্তপ্রাণ দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর নেতৃত্বে আনুষ্ঠানিক সম্প্রচারে আসে টিভি চ্যানেলটি। দীর্ঘ ১০ বছরে চ্যানেলটির সাফল্য উদযাপনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বুবলি। আর সে অনুষ্ঠানেরই ৯টি ছবি পোস্ট করেন বুবলী।
তবে নেটিজেনদের চোখ আটকে যায় একসঙ্গে হাত ধরে ছবি তোলা বুবলী-মুন্নীর ডুয়েট ছবিতে। কারণ কিছুদিন আগেই বুবলীর সঙ্গে তাপসের প্রেমের গুঞ্জন উঠেছিল শোবিজ পাড়ায়। নিজের ফেসবুক পোস্ট ও অপু বিশ্বাসের সঙ্গে ফোনালাপেও তা স্বীকার করেছিলেন মুন্নী।
তবে সেটা এখন অতীত। এই মুহূর্তে বুবলী-মুন্নীর সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য বুধবার (১৩ ডিসেম্বর) একটি গণমাধ্যমে সরাসরি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দায়ী করেন মুন্নী। আর মুন্নীর এমন দাবিতে বাস্তবে নায়িকা থেকে খল নায়িকায় পরিণত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪০