বিনোদন ডেস্ক : বরুণ নিজের ভেরিফায়েড ইনস্টগ্রাম স্টোরিতে নিজের আঘাত পাওয়ার কথা জানিয়েছেন। তিনি লেখেন, একটি লোহার রডে বাড়ি খেয়ে পায়ের এই অবস্থা হয়েছে তার। শেষে কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তার পা ফুলে গিয়েছে। এমনকি লাল লাল দাগ হয়ে আছে অভিনেতার পায়ে। একটি ছোট্ট টুলের উপর পা তুলে রেখেছেন তিনি।
বরুণের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট।
তবে এটিই প্রথমবার নয় যে অভিনেতা আঘাত পেলেন। এর আগেও একবার শুটিংয়ে আঘাত পেয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে বরুণ একটি ভিডিও পোস্টে জানিয়েছিলেন যে তিনি শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন। তখন সেই ভিডিওতে অভিনেতাকে পায়ে বরফ দিতে দেখা যায়।
জানা গেছে ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের নতুন সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বরুণ ধাওয়ান। ইতিমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তবে সিনেমাটির নামকরণ করা হয়নি। এই নতুন সিনেমাটিকে আপাতত ‘ভিডি ১৮’ বলেই ডাকা হচ্ছে। আর এই সিনেমার শুটিং করতে গিয়েই আহত হয়েছেন বরুণ।
জানা গেছে, ‘ভিডি ১৮’ সিনেমাটি অ্যাকশনে ভরপুর। এছাড়া প্রচুর বিনোদনও রয়েছে সিনেমাটিতে। এতে বরুণ ধাওয়ান ছাড়াও রয়েছেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, প্রমুখ।