ডেস্কনিউজঃ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপির আন্দোলন চলবে, আওয়ামী লীগ দিক হারিয়েছে, জনগণই বিজয়ী হবে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট বাঁচাও, দেশ বাঁচাও, রক্ষা করো গণতন্ত্র-শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। এখন পর্যন্ত যে অবস্থা তাতে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা নিজেরা মারামারি করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে লুটপাটের জন্য, তাই এবার প্রমাণ হলো। মন্ত্রীদের নির্বাচনি হলফনামায় দেখা যাচ্ছে, সবার আয় অনেকগুণ বেড়েছে। খোকন প্রশ্ন করেন, মন্ত্রীদের এত টাকা আসে কোথা থেকে। তাদেরতো ব্যবসা, ঠিকাদারি করতে পারার কথা না। তাহলে আয় বাড়ে কীভাবে?
আলোচনায় বক্তারা দাবি করেন, হতাশ হবাব কিছু নেই। জনগণের আন্দোলন বৃথা যাবে না। আওয়ামী লীগকে বিদায় নিতেই হবে।
কিউএনবি/বিপুল/১৫.১২.২০২৩/ সন্ধ্যা ৬.১৮