বিনোদন ডেস্ক : বলিউডের তারকা এমপি সানি দেওল অনেকদিন ধরেই তার নির্বাচনি এলাকায় যান না। নির্বাচিত জনপ্রতিনিধিকে না পেয়ে সানির ছবিসহ নিখোঁজ সংবাদের পোস্টার ছাপিয়েছেন পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দারা।
আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। গুরুদাসপুর, পাঠানকোট এলাকায় দেয়ালে দেয়ালে ‘সানি দেওল নিখোঁজ’ লেখা পোস্টার শোভা যাচ্ছে। সেখানে লেখা আছে, ‘নিখোঁজ হয়ে গেছেন বিজেপি এমপি সানি, খুঁজে দিন। সন্ধান দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কার।’এলাকাবাসীর মতে, সানিকে নির্বাচনের পর কখনো গুরুদাসপুরে দেখা যায়নি। তাই এলাকার মানুষের দুর্দশার কথাও জানেন না তিনি।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০