বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের সাথে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ নূরে আলম সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গনমাধ্যমকর্মীগন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়নমূলক যে কোন কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার জমশেদ শাহ, জেলা পরিষদ সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৪