বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানু তার প্রয়াত স্বামী প্রখ্যাত অভিনেতাকে স্মরণ করে ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা গেছে ‘মুঘল-ই-আজম’ অভিনেতাকে যশ চোপড়া, অমিতাভ বচ্চন, আমির খান, প্রয়াত ঋষি কাপুর, শাহরুখসহ অনেক তারকারা জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করছেন।
শুধু তাই নয়, সায়রা বানু পুরনো কার্ডের ছবি এবং দিলীপ কুমারের সঙ্গে তার একটি মিষ্টি ছবিও শেয়ার করেছেন। সায়রা বানু দিলীপ কুমারের জন্মদিন উদযাপনের কথা স্মরণ করে একটি নোটও লিখেছেন। তিনি লিখেছেন, ‘পুরো বাড়ি এত ফুলে প্লাবিত হত, মনে হতো যেন আমরা ‘ইডেন গার্ডেনে’ পা রেখেছি।’
তিনি আরও বলেন, ‘দিলীপ সাহেবের জন্মদিনে, আমি তার বিশেষ দিনটিকে সম্মান জানাতে সবচেয়ে সুন্দর এবং শুভেচ্ছা কার্ড সংগ্রহ করব। দিলীপ সাহেব ছিলেন অসাধারণ একজন মানুষ। আমি সবসময় তার পাশে থেকেছি। তিনি তার সাহস, তার কাজে অনবদ্য ছিলেন। অপরিসীম আনন্দ দিতে পারতেন।
দুই অসমবয়সির প্রেম ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুললেও, দিলীপ কুমার ও সায়রা বানুর সম্পর্ক, ‘ভঙ্গুর’। বলিউডে ভালবাসার উদাহরণ হিসেবে রয়ে গেছে আজও। কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ২০২২ সালের ৭ জুলাই দীর্ঘকালীন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:২৮