আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনসায়েন্স (আইসিএসসি)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর এ কোয়ালিশনের সদস্য। গতকাল সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় আমরা আজ যা দেখছি তা হলো একটি নৈতিক পরাজয় এবং একটি মানবিক বিপর্যয়, যা বিশ্বকে গভীর মেরুকরণ আর সহিংসতার নতুন চক্রে নিমজ্জিত করবে।’
আইসিএসসি বলছে, ‘মাত্র ছয় সপ্তাহে গাজায় ১২ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে পাঁচ হাজার শিশু রয়েছে। গুরুতরভাবে আহত হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে অক্ষম। উদ্ধারের অপেক্ষায় ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে আরো অনেকে। ইসরায়েলের অবরোধ এবং হাসপাতালগুলোয় হামলার কারণে প্রাথমিক চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। ফলে হাসপাতালে মারা যাচ্ছে রোগীরা। এদের মধ্যে অবুঝ শিশুরাও রয়েছে। একই সঙ্গে হাজার হাজার পরিবার মরিয়া হয়ে অপেক্ষা করছে তাদের নিখোঁজ, অপহৃত বা নিহত প্রিয়জনের খবর পাওয়ার আশায়।’
উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং গাজাবাসীর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মানবিক সহায়তার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে আইসিএসসি। একই সঙ্গে ইসরায়েলের কারাগারে নির্বিচারে আটক ফিলিস্তিনিদের মুক্তি, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি এবং ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়ের সমান অধিকারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:০১