শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে তৃতীয় লিঙ্গ নিয়ে পথনাটক ‘আমরা ও মানুষ’ প্রদর্শনী দেশ যুব সংগঠনের সদস্যদের পরিবেশনায় রোববার (১০ ডিসেম্বর) বিকালে দেশ থিয়েটার সিলেটের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় পথনাটক আমরা ও মানুষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।রচনায় এখলাছ আহমেদ তন্ময় ও নির্দেশনা মোঃ কামাল। তৃতীয় লিঙ্গের জীবন কাহিনী নিয়ে নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন, মোঃ কামাল, রুবেল রাজ, পারভেজ আহমদ, প্রিয়াঙ্কা দাস, রুহানা আক্তার।নাটকের নির্দেশক মোঃ কামাল বলেন, আমাদের সমাজে তৃতীয় লিঙ্গদের অবহেলার চোখে না দেখে তাদের সাথে ভালো ব্যবহার করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়ুথ অফিসার প্রদীপ কুমার দাস, আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়ুথ এডভোকেট ও আশার আলো যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা ইয়ুথ এক্টিভিস্ট মাহফুজ আলম, আশার আলোর ফাউন্ডিং সদস্য ও সমতা প্রজেক্টের সমন্বয়ক মুস্তাফা সাজিদুল ইসলাম, আশার আলোর ফাউন্ডিং সদস্য মোঃ এহসান আলম পাভেল, আশার আলোর নির্বাহী সদস্য আকিব চৌধুরী, আশার আলোর সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, আশার আলোর নির্বাহী সদস্য নাহিদুল ইসলাম পারাভেজ, রবিউল ইসলাম সাজু, সদস্য নাদিম রাহমান, রাশেদ আহমেদ রাফি, মামুন আহমেদ খালেদ, রাফসান আহমেদ, অনিক আহমেদ, ইয়ুথ এডভোকেট আল-আমীন, জাবেদ আহমেদ, রিতা দাশ, প্রিয়া রানী চন্দ্র, মাহবুবা আক্তার মনি প্রমুখ।
কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:১০