মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুহাটে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতহয়েছে।বুধবার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভা পতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাস কসবুর আলী।এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, জেলা কমিউনিটি পুলিশিংএর সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শ্যামল কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী সুমন কৃমার সাহা,মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম অন্যরা।কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে সনাতন ধর্মালম্বী প্রাক-প্রাথমিক ও বয়স্কদের ধর্মীয়শিক্ষা, অক্ষরজ্ঞান ও আধুনিক শিক্ষাদানের পাশপাশি নৈতিকতা শিক্ষা, শরীরচর্চা ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।কর্মশালা শেষে শ্রেষ্ঠশিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর২০২৩/দুপুর ২:৪৬