ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে ঘাটের নৌকা ঘাটেই ফিরল। এতে ভাই-বোনের মিল হলো। ‘রহমত আলীর পরিবারে নৌকা এলো, নেতাকর্মীরা এক হলো, টুসি আপা নৌকা পেল, দুর্জয় ভাইয়ের সঙ্গে মিল হলো’ এমন স্লোগানে স্লোগানে মুখরিত হলো সাবেক এমপি রহমত আলীর শ্রীপুর ভবন প্রাঙ্গণ।
গত ২৬ নভেম্বর মনোনয়ন বোর্ড রহমত আলীর কন্যাকে নৌকার মনোনয়ন দেয়। সোমবার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বোনের পাওয়া নৌকার পক্ষে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ভাই। দীর্ঘদিনের আলাদা রাজনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে ছোট বোনকে নৌকা প্রতীকে বিজয়ী করার জন্য একসঙ্গে কাজ করার ঘোষণা দেন জামিল হাসান দুর্জয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জামিল হাসান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ছোট বোন অধ্যাপিকা রুমানা আলী টুসিকে দলীয় মনোনয়ন দেওয়ায় ঘাটের নৌকা ঘাটে ফিরে এসেছে। তাই আমরা শ্রীপুরবাসী ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করব। নৌকার মনোনয়নপ্রাপ্ত অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন, আমরা দুই ভাই-বোনের কর্মী সমর্থকসহ সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেব।
কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৩,/রাত ১০:১৮