শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর উদ্যোগে জামেয়া আশরাফিয়া ইসলামিয়া ইব্রাহীম খলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের বিশুদ্ধা পানি সরবরাহের লক্ষ্যে পানির ট্যাঙ্কি, ফিল্টার, বালতি ও মগ ইত্যাদি সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল ২৫ নভেম্বর শনিবার সকালে সিলেট রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানায় এই পানিয় সাগ্রমী করা হয়।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মনির হোসেনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ ও অর্থ সম্পাদক ইকবাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলওয়ের ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, জামেয়া আশরাফিয়া ইসলামিয়া ইব্রাহীম খলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফিজ মঈন উদ্দিন। ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নে সহ সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য ইমান আলী, আলমগীর হোসেন, অফিস সহকারী রকিব হাসান প্রমুখ।
ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের মরহুমদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়সল আহমদ ফাহিম। অনুষ্ঠানে বক্তরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায় ও জীবন মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবতার কল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন। এতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও বিশুদ্ধ পানি খাবারের লক্ষ্যে পানির ট্যাঙ্কি, ফিল্টার, বালতি ও মগ ইত্যাদি সামগ্রী প্রদান একটি মহতী কাজ। বক্তারা এতিমখানা ও মসজিদের উন্নয়নে সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন। বক্তারা এই শ্রমিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে এতিম শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/রাত ১০:৫২