স্পোর্টস ডেস্ক : গত ২৩ নভেম্বর ভিশাখাপাটনামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারায় ভারত। ম্যাচটিতে ৯ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৮০ রান করেন সূর্যকুমার। কিন্তু এই ব্যাটসম্যানই বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১৭.৬৬ গড়ে করেছেন মাত্র ১০৬ রান।
প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সূর্যকুমার যাদব। ৩৭টি ম্যাচ খেলে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৭৭৩ রান করেছেন তিনি। তবে বিপরীত চিত্র দেখা গেছে টি-টোয়েন্টি ক্রিকেটে। ৫৪ ম্যাচে ১ হাজার ৯২১ রান করেছেন তিনি। যেখানে ৩টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে সূর্যকুমারের দখলে।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:০০