স্পোর্টস ডেস্ক : গত রোববার ভারতের আহমেদাবাদে বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে বিরাট কোহলিদের হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ১৪ ও ২৬ ডিসেম্বর পার্থ আর মেলবোর্ন এবং ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের ম্যাচ তিনটি।
আসন্ন সিরিজের আগে পাকিস্তানি ব্যাটসম্যানদের সতর্ক করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
চ্যাপেল বলেন, পাকিস্তানের সমস্যা হলো অস্ট্রেলিয়ায় তাদের দুর্দান্ত রেকর্ড নেই, এমনকি যখন তাদের ভালো দল ছিল যারা ভালো ব্যাট করতে পারত এবং বোলিং করতে পারত- তারাও তেমন কোনো রেকর্ড গড়ে যেতে পারেনি। বর্তমান দলে তাদের মতো তারকা ব্যাটসম্যান এবং তারকা বোলারও নেই। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট বাবর আজমদের সমস্যায় ফেলতে পারে।
অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি আরও বলেন, আপনি যদি অস্ট্রেলিয়ান দলের দিকে তাকান- ডেভিড ওয়ার্নার অবসরে গেলে কিছুটা দুর্বল হতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অবিশ্বাস্য। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো তারকা পেসাররা যে কোনো দলের জন্যই হুমকি।
কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪১