এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ধান বোঝাই গরুগাড়ি উপর থেকে পড়ে চাকায় পিষ্টে কামাল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৯ (নভেম্বর) রবিবার দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। নিহত কামাল খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
নিহতের বড়ভাই আব্দুল কাদের জানান, এ দিন দুপুরে গরুর গাড়ী নিয়ে নিজেদের ক্ষেত থেকে ধান বাড়ীতে আনছিলো। প্রথম বার ধান বাড়ীতে নামিয়ে দুইজন মিলে আবার ধান আনতে ক্ষেতে যায়। ধান বুঝায় করে আনার সময় অসাবধানতায় সে গাড়ীর উপর থেকে পড়ে যায়। এ সময় গরুর গাড়ী একটি চাকা তার বুকের উপর দিয়ে গেলে সে পিষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কামাল হোসেনের এক (১) মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫