বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে ট্রেনে কাটা পড়ে শেফালী বেগম (৩৫) নামে এক নারী তার ডান হাত হারিয়েছেন। আত্মহত্যা করতে এসে তিনি ট্রেনে কাটা পড়লে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। শেফালী বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী।
মো. সালাউদ্দিন জানিয়েছেন, তার স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত। কিছুদিন যাবত আত্মহত্যার কথা বলতো। তবে কি কারণে এসব বলতো সেটা সে বলতো না। ওষুধ কিনে আনার কথা বলে মঙ্গলবার সকালে সে বাসা থেকে বের হয়ে আসে। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি আরো জানান, তাদের সংসারে দুই সন্তান রয়েছে। তারা সুখেই বসবাস করছিলেন। পরিবারে এমন কোনো সমস্যা ছিলো না। কিন্তু তার স্ত্রী কেন এমন করতে গেলেন বুঝতে পারছেন না। ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হাতেম আলী ভুইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেন শিমরাইলকান্দি এলাকা পার হওয়ার সময় ওই নারী কাটা পড়েন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ওই নারীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি মাথায় মারাত্মক আঘাত লেগেছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার একটি হাত বিচ্ছিন্নসহ মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮