জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন মাটিরাঙ্গাতে অবরোধে যানবাহন চলাচল, জনগনের জীবনযাত্রার মান ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে তৎপর রয়েছে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি, সদস্যরা।
বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি মো.জাকারিয়া সহ।বিজিবির সদস্যরা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, জানান, অবরোধের ভোর ৪টা থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি সহযোগে টহল চলমান। আমাদের মাটিরাঙ্গা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে পুলিশ, বিজিবি, আনসার, মাঠে রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে এই তৎপরতা অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:৫৯