স্পোর্টস ডেস্ক : ১৬০ রানের বিশাল ব্যবধানে নেদারল্যান্ডসকে হারাল ইংল্যান্ড। ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মইন আলি ও আদিল রশিদের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি অরেঞ্জ আর্মিরা। ৩৭.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় তারা। এ জয়ে ৪ পয়েন্ট পাওয়া চার দলের মধ্যে সবার ওপরে উঠে এল জস বাটলাররা। টেবিলে তাদের অবস্থান সাত-এ। -০.৮৮৫ নেট রান রেটের সুবাদে চ্যাম্পিয়নস ট্রফির দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে থ্রি লায়ন্সরা।
ডাচদের হয়ে ৪১ রানে অপরাজিত থাকেন তেজা নেদামানুরু। এছাড়া স্কট এডওয়ার্ডস ৩৮, ওয়েসলি বারেসি ৩৭ ও সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট ৩৩ রান করেন। মইন ও আদিল তিনটি করে উইকেট শিকার করেন। ডেভিড উইলি দুটি ও ক্রিস ওকস একটি উইকেট পান। এর আগে বেন স্টোকসের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি ইনিংসের সুবাদে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো তিনশ পেরোনো পুঁজি পায় ইংল্যান্ড।
২১তম ওভারে দলীয় ১৩৩ রানে জো রুট ফিরে গেলে ক্রিজে আসেন স্টোকস। সেখান থেকে ব্যাট করেন শেষ ওভার পর্যন্ত। ৬টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৮৩ বলে ১০৮ রান করে আউট হন স্টোকস। বিশ্বকাপের আগে অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরে আসেন তিনি। ফিরেই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ১৮২ রানের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস উপহার দেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি।
৮ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডাভিড মালান খেলেন ৭৪ বলে ৮৭ রানের ইনিংস। ৪৫ বলে ৫১ রান করেন ক্রিস ওকস। বাস ডি লিডি ৩টি, লোগান ফন বিক ও আরিয়ান দত্ত ২টি করে উইকেট নেন।
পয়েন্ট টেবিল | ||||||
অবস্থান | দেশ | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রানরেট |
৭ | ইংল্যান্ড | ৮ | ২ | ৬ | ৪ | -০.৮৮৫ |
৮ | বাংলাদেশ | ৮ | ২ | ৬ | ৪ | -১.১৪২ |
৯ | শ্রীলঙ্কা | ৮ | ২ | ৬ | ৪ | -১.১৬০ |
১০ | নেদারল্যান্ডস | ৮ | ২ | ৬ | ৪ | -১.৬৩৫ |
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:০০