আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। ৪ নভেম্বর শনিবার সকালে সমবায় দিবস উদযপন উপলক্ষে শেরপুর উপজেলা সমবায় অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপেিত্ব অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম, শেরপুর থানার ওসি (তদন্ত) আজমগীর হোসেন, শেরপুর উপজেলা সমবায় কর্মকর্তাগণ ও শেরপুর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৪:১২