শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বিএনপি নেতা ও বেনাপোল ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান ইন্তিকাল করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল পাঠবাড়ি এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নাল্লিাহি অইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছির ৫৫ বছর। তিনি স্ত্রী ২ ছেলে , ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মরহুম হাফিজুর রহমান বেনাপোলের গয়ড়া গ্রামের মৃত আখের মোড়লের ছেলে।
মরহুম হাফিজুর রহমানের স্ত্রী রোকসানা পারভিন রুপা জানান, তার স্বামী হাফিজুর রহমান গত ১ বছর ধরে ডায়াবেটিস, কিডনি, লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে ভারতের চেন্নাই নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এ অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি হলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শরীরের কোন উন্নতি না হওয়ায় বাড়িতে আনা হয়। তিনি বলেন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় তিনি ইন্তিকাল করেন।
বৃহস্পতিবার বাদ আসর বেনাপোল পুকুরপাড় আলহাজ আব্দুল কাদেরের মসজিদে প্রথম ও বাদ মাগরিব গয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় বেনাপোল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আলমগীর হোসেন, শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, শার্শা উপজেলা কৃষক দলের সভাতি আমিরুল ইসলাম, বেনাপোল ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য রায়হান উদ্দিন, গয়ড়া ওয়ার্ড বিএনপি নভাপতি আব্দুল গনি, সাধারন সম্পাদক তোতামুল হক, বেনাপোল পৌর সেচ্ছসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল উইনয়ন বিএনপি নেতা শামছুজ্জামান, ডাঃ নজরুল ইসলা, আব্দুস সালাম মনা, আব্দুর রহিম, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ ওমর, মাওঃ শহিদুল ইসলাম বেনাপোল যুবদল নেতা আবু মোঃ ফেরদৌস, শ্রমিক দল নেতা শামছুজ্জামান, যুবদল নেতা রনি ইসলামসহ বিএনপি , যুবদল নেতৃবৃন্দ অংশ নেন।
শার্শা উপজেলা বিএনপি নেতা ও বেনাপোল ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপি’র সন্মানীত আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩২