শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ঝরনা তরুন সংঘরে উপদষ্ঠো মরহুম মো. তারু ময়িা ও মরহুম মো. ছইদ ময়িার স্মরণে শোৃক সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠতি হয়ছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টায় কুমারপাড়া ঝররনারপার এলাকায় ঝরনার পার নাগরকি ঐক্য পরষিদরে উদ্যোগে এই শোক সভা ও দোয়া মাহফলিরে আয়োজন করা হয়।
ঝরনারপার নাগরকি ঐক্য পরষিদরে আহবায়ক ও ঝরনা তরুন সংঘরে উপদষ্ঠো নজিাম উদ্দনি আল মজিান এর সভাপতত্বিে ও ঝরনারপার নাগরকি ঐক্য পরষিদরে সদস্য সচবি সাজুওয়ান আহমদ এর পরচিালনায় শোক সভা ও দোয়া মাহফলিে বক্তব্য রাখনে ও উপস্থতি ছলিনে ঝরনা তরুন সংঘরে উপদষ্ঠো এডভোকটে আলী আজগর, ডা. জাকারয়িা মানকি, ডা. হলোল উদ্দনি আহমদ, সাবকে সভাপতি আশকি আহমদ, সবুজ সংঘরে সাধারণ সম্পাদক সফকিুল ইসলাম আলকাছ, বায়তুন নূর জামে মসজদিরে পশে ইমাম মাওলানা এখলাছুর রহমান, সাবকে চয়োরম্যান রহোন আহমদ, সাবকে সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, শাহান আহমদ, ঝরনা তরুন সংঘরে সদস্য ইঞ্জনিয়িার আলী আশরা মামুন, সাবকে সভাপতি মালকে আহমদ, সহ সভাপতি জাকরি ইফতখোর খান, সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ, দপ্তর সম্পাদক নয়িামুল হক শমিুল, সহ সাংগঠনকি সম্পাদক মলিাদ আহমদ, সয়ৈদ ইমন আহমদ, সয়ৈদ রাসলে আহমদ, ফয়জে আহমদ ফজু, ফাহমি আহমদ, আফতার আহমদ, ফারহান আহমদ, সানি প্রমুখ।
শোক সভায় ঝরনা তরুন সংঘরে উপদষ্ঠো মরহুম তারু ময়িা ও মরহুম ছইদ ময়িার রুহরে মাগফরোত কামনায় বশিষে মোনাজাত করা হয়। মোনাজাত পরচিালনা করনে ঝরনার পার জামে মসজদিরে ইমাম ও খতবি মুফতি আল আমনি হামদিী।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ১০:৫০