মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

চৌগাছায় আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশ বিরোধী সড়যন্ত্রের বিরুদ্ধে এ মিছিল ও সমাবেশ করেছে দলটি।শনিবার (২৮ অক্টোবর) বিকেলে শহরে অবস্থিত উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। মিছিল শেষে শহরের ভাস্কর্য মোড়ে এক সংক্ষিপ্তসমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.এবিএম আহাসানুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন, দপ্তর স¤পাদক মাহাবুবুল আলম রিংকু, সদস্য মামুন কবির, ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, রবিবার সকাল ৮ টা থেকে সারা দিন উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ চলবে। কেউ নৈরাজ্য করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit