আন্তর্জাতিক ডেস্ক : ইরান বা তার মিত্ররা মার্কিনিদের ওপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন। খবর ব্লুমবার্গের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না। আমরা চাই না যে এই যুদ্ধ আরও বিস্তৃত হোক। কিন্তু ইরান বা তার প্রক্সিরা যদি কোথাও মার্কিন সেনাদের ওপর হামলা করে, তা হলে কোনো ভুল করবেন না। আমরা আমাদের জনগণকে রক্ষা করব, আমরা আমাদের নিরাপত্তা রক্ষা করব— দ্রুত ও কঠোরভাবে।
ব্লিঙ্কেন আরও বলেন, কাউন্সিলের সব সদস্যের উদ্দেশে বলতে চাই— আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এই সংঘাতের বিস্তার রোধ করতে চান, ইরানকে ও তার প্রক্সিদের বলুন যেন ইসরাইলের বিরুদ্ধে আরেকটি ফ্রন্ট না খোলে। ইসরাইলের অংশীদারদের আক্রমণ করবেন না।
এর আগে গত ১৫ অক্টোবর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বলেন, গাজায় ইসরাইল অপরাধ বন্ধ না করলে সংঘাত আরও বাড়বে। গত ৭ অক্টোবর ভোরে ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছেন। ইসরাইলের পালটা হামলায় মারা গেছেন ৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০০