মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার পাহাড়সম লক্ষ্যে ধ্বংসস্তূপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পর টানা হারের বৃত্তে বাংলাদেশ। পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকা সাকিব আল হাসানদের বিপক্ষে তোলে ৩৮২ রানের পাহাড়সম স্কোর। যার লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ইনিংস। দলীয় অর্ধশতক তোলার আগেই হারিয়েছে ৫ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৫৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। উইকেটে আছেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ।

৩৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন। তবে ৩০ রানের মাথায় তানজিদ ফিরলে শুরু হয় ধস। একই রানে ‘ডাক’ মারেন নাজমুল হোসেন শান্ত। দলের সঙ্গে আর ১ রান যোগ হতে ফেরেন অধিনায়ক সাকিবও। আর ৪২ রানের মাথায় মুশফিকুর রহিম ফিরলে বাংলাদেশের ইনিংস পরিণত হয় ধ্বংসস্তূপে।

এর আগে, প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮২ রানের পাহাড়সম স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। ১৭৪ রান করেন ডি কক। চলমান বিশ্বকাপে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ৪৯ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়েছেন হেনরিখ ক্লাসেন। ১৫ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন ডেভিড মিলার। চারে নেমে ৬০ রান করেছেন অধিনায়ক এইডেন মার্করাম।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং বেছে নিয়ে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। ৩৩ রানের মাথায়ই ওপেনার রেজা হেনড্রিকসকে সরাসরি বোল্ড করেন পেসার শরিফুল ইসলাম। দলের সঙ্গে আর ৩ রান যোগ হতেই আবার উইকেটের পতন। স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন দলটির সেরা ব্যাটার রাসি ভ্যান ডার ডাসেন।

এরপর বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন ডি কক ও অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বোলারদের হতাশ করে নিজেদের জুটিকে নিয়ে যান একশ রানের ওপরে। শেষ পর্যন্ত জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। ১৬৭ রানের মাথায় মার্করামকে লিটন দাসের ক্যাচ বানালে ভাঙে ১৩১ রানের এই জুটি। এরপর জুটি বাঁধেন ডি কক ও হেনরিখ ক্লাসেন। ঝোড়ো গতিতে ব্যাট চালান এই দুজন। মাত্র ৮৭ বলে গড়েন ১৪২ রানের জুটি। ৪৬তম ওভারের প্রথম বলে ৩০৯ রানের মাথায় ডি কককে ফেরান হাসান মাহমুদ। তবে ডি কক ফিরলেও আরেক পাশে তাণ্ডব অব্যাহত রাখেন ক্লাসেন। শেষ ওভারে আউট হওয়ার আগে ২ চার ও ৮ ছক্কায় করেছেন ৯০ রান। আরেক পাশে ১ চার ও ৪ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ডেভিড মিলার।

বাংলাদেশের হয়ে অকৃপণভাবে রান দিয়েছেন পেসাররা। ৮ ওভারে প্রায় সাড়ে আট ইকোনমিতে মোস্তাফিজুর রহমান দিয়েছেন ৭৬ রান। ৬ ওভার বল করা হাসান ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৬৭। তবে দুরন্ত বল করেছেন স্পিনার মিরাজ ও নাসুম আহমেদ। ৯ ওভারে মাত্র ৪৪ রান দিয়ে ১ উইকেট মিরাজের। নাসুম উইকেট না পেলেও ইকোনমি ছিল ছয়ের কম। ৯ ওভারে ৬৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব।

এ ম্যাচ বাংলাদেশের জন্য বিশ্বকাপে টিকে থাকার লড়াই। কেননা আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা ৩ ম্যাচ হেরেছে টাইগাররা। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে অঘটনের শিকার হলেও দক্ষিণ আফ্রিকা শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে উড়িয়ে দিয়েছে।

এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। প্রোটিয়া দলেও একটি পরিবর্তন এসেছে, লুঙ্গি এনগিডির বদলে লিজাড উইলিয়ামস জায়গা পেয়েছেন।

কিউএনবি/বিপুল/২৪.১০.২০২৩/ রাত ৮.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit