শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নিরীহ নিরস্ত্র স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ২২ অক্টোবর রবিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সিলেট জেলার আহবায়ক শেখ মোঃ আল আমীন সংগ্রামীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব খালেদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিপু চৌধুরী। বক্তব্য রাখেন এবাদুর রহমান, মাওলানা অলিউর রহমান, হাফিজ শরীফ, কে.এম মিনহাজ উদ্দিন, ক্বারী হাফিজ আব্দুল মুকিত, হাজী হাফিজুর রহমান, রুহুল আমীন, সাবেক মেম্বার হাফিজ আব্দুল করিম, মীর মোঃ নাজিম উদ্দিন, মোঃ সমজ আলী হাফিজ সামসুদ্দিন, মৌলভী আবুল কালাম, সিকন্দর আলী, আল আমীন প্রতিবাদী, প্রমুখ সহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে ইসরাইলের ইহুদীরা ফিলিস্তিন দখল করে আছে এবং সেখানে নিরিহ ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্বের কোন মানবাধিকারের ফেরিওয়ালারা কোন কথা বলতে দেখা যায়নি। কিন্তু যখনই ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কোন আত্মরক্ষামুলক কোন কাজ করা হয় তখনই ইহুদীদের মিত্র আমেরিকা ও তাদের দালাল পশ্চিমা দেশগুলো মানবাধিকারের দুহাই তুলে সন্ত্রাসী ইহুদীদের আরো উস্কে দেয়। যার ফলে তারা ফিলিস্তিনের নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিচারে সবাইকে হত্যা করে। আহত, অসুস্থ রোগীদের পর্যন্ত হাসপাতালে বোমা মেরে হত্যা করছে।
ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ঢুকেও মুসলমানদেরকে হত্যা করতেছে। বক্তারা বলেন এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ ইজরায়েলের মিত্র সকল রাষ্ট্রকে চিন্তা করতে হবে এরকম বর্বর গণহত্যা মানবাধিকার লঙ্ঘন যুদ্ধাপরাধে মত ঘৃণিত কাজের নগ্ন পক্ষাবলম্বন করে তারা নিজেদেরকে কি মানবতার শত্রু হিসেবে চিহ্নিত করছেন? কেন তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলছেন না? এ সকল অপরাধ মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার দায় কি তারা নিবেন? তারা যদি সত্যিকার অর্থে মানবাধিকার এবং মানবতার পক্ষের বলে নিজেদেরকে মনে করেন তাহলে তাদের উচিত ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য এই অত্যাচার থেকে মুক্ত করার জন্য জাতিসংঘের মাধ্যমে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা। মসজিদে আকসাকে নিরাপদ ভাবে মুসলমানদের জন্য ছেড়ে দেওয়া। তা না হলে মুসলমান সকল রাষ্ট্রগুলোকে একজোট হয়ে মানবতার পক্ষে মজলুমের পক্ষে ফিলিস্তিনিদের স্বাধীনতা উদ্ধারে যে কোন পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফিলিস্তিনীদের জন্য দোয়া এবং জাতীয় শোক দিবস পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/সকাল ১১:০৭