বিনোদন ডেস্ক : অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী’-এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রদ্ধা কাপুর। এরমধ্যে বৃহস্পতিবার সোশ্যালে নিজের কিছু ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে ক্যাপশন লেখেন, ‘জাদুর মতো আলো দরকার’।
শ্রদ্ধার পোস্টটি অনুরাগীদের পাশাপাশি হৃতিক রোশনের মনোযোগও আকর্ষণ করে। নায়িকার ছবির নিচে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়ে হৃত্বিক লেখেন, ‘সে আসছে। তাকে বলে দিব।’ , এমন মন্তব্যের জবাবে ‘আশিকি ২’ খ্যাত অভিনেত্রী লেখেন, ‘সত্যি? কখন, কোথায়! বলুন, বলুন।’
অভিনেতার এই মন্তব্য ভক্ত ও অনুসারীদের মধ্যে উন্মাদনার জন্ম দিয়েছে। একজন মন্তব্য করেন, ‘ক্যায়া বাত হ্যায় ম্যাম!! টুইটারে এইচআর ভক্তরা প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, জাদু আসবে কি না! আমাদেরকে কিছুই বলেনি কিন্তু আপনাকে সরাসরি বলে দিল। কথা হলে ‘কৃষ ৪’ সম্পর্কেও জিজ্ঞাসা করবেন।’
প্রসঙ্গত, জাদু ছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘কই মিল গ্যায়া’ সিনেমায় ব্যবহৃত এলিয়েনের নাম, যার বেঁচে থাকার জন্য সূর্যের আলোর প্রয়োজন ছিল। সিনেমায় রোহিত মেহরার ভূমিকায় অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন এবং জাদু তার বন্ধু ছিলেন।
‘কই মিল গ্যায়া’ হিন্দি সিনেমায় সুপারহিরো জনরাকে জনপ্রিয় করে তোলে এবং ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির সূচনা করে। ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তির পর চতুর্থ কিস্তি নিয়ে আসার ঘোষণাও করেন পরিচালক রাকেশ রোশন।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:০৫