জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ চোরাই পথে নিয়ে আসা ৭৫ কার্টুন ভারতীয় সিগারেট সহ এক চোরাকারবিকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গা পুজা ও প্রবারনা পুর্ণিমা উৎসব ঘিরে আত্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে চলমান বিশেষ অভিযানে খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক এসআই (নিরস্ত্র)/মোঃ মামুন হোসেন, সঙ্গীয় ফোর্স সহ খাগড়াছড়ি থানার বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন লোক সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অত্র জেলাধীন পানছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী সিগারেট চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে বাস গাড়ী যোগে চট্টগ্রামে যাওয়ার জন্য অবস্থান করছে। উল্লেখিত সংবাদের ভিত্তিতে অদ্য ১৮/১০/২৩ ইং তারিখে বেলা ১১.১০ ঘটিকায় খাগড়াছড়ি থানাধীন ৩নং পৌর ওয়ার্ড খাগড়াছড়ি বাস টাার্মিনাল খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী বাস কাউন্টারের সামনে এসআই(নিঃ) মোঃ মামুন হোসেন সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তার সাথে থাকা প্লাষ্টিকের বস্তার ভিতরে ৭৫ কার্টুন ভারতীয় সিগারেট সহ আসামী-মো. সিদ্দিক(২৩)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী-মো.সিদ্দিক (২৩) চট্রগ্রাম জেলার নাজির হাট পৌরসভার পশ্চিম সুয়াবিল বেতুয়ারখীল ৩নং পৌর ওয়ার্ডের মো. আজাহার, এর ছেলে।খাগড়াছড়ি সদর থানা পুলিশ সূত্রে জানাগেছে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত লাল রংয়ের প্যাকাটের উপর লেখা mond strawberry মোট ৫৩ (তেপান্ন) কার্টুন সিগারেট এবং mond green apple লেখা মোট ২২ (বাইশ) কার্টুন সিগারেট। প্রতিটি কার্টুনের মূল্য ২,০০০/- টাকা করে সর্বমোট (৫৩+২২)=৭৫ কার্টুন সিগারেট, (৭৫X২০০০)=১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তানভীর হাসান জানান চোরাকারবারির বিরুদ্ধে মামালা রজু করা হয়েছে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৩,/রাত ১১:৫২