আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে তিন হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরো বলা হয়, গাজা উপত্যকায় সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। অপরদিকে অধিকৃত পশ্চিম তীরে ৬১ জন ফিলিস্তিনি এবং এক হাজার ২৫০ জনেরও বেশি আহত হয়েছে।
কিউএনবি /অনিমা/১৭.১০.২০২৩/রাত ১০.৫৪