বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব মৈত্রী। প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুব মৈত্রীর সভাপতি কাজী তানভীর মাহমুদ শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা যুব মৈত্রীর সাবেক আহব্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, শ্রমিক নেতা সামসুল আলম, যুব মৈত্রী নেতা ওলির রহমান কামাল, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ। এ সময় বক্তারা মার্কিনীদের দালাল ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/সন্ধ্যা ৬:০১