স্পোর্টস ডেস্ক : মিচেল মার্শকে একটা ধন্যবাদ দিতেই পারেন বিরাট কোহলি। অষ্টম ওভারের তৃতীয় বলে ক্যাচটা মিস না করলে ম্যাচের ফলটা অন্যরকম হতে পারত। কিন্তু সেই মিসে ম্যাচটাই ফসকে গেছে অস্ট্রেলিয়ার কাছ থেকে। জীবন পেয়ে কোহলি খেলেছেন ম্যাচ জেতানো এক ইনিংস। সেঞ্চুরির দেখা পাননি। তবে ৮৫ রানের ইনিংসে তিনি গড়েছেন তিনটি রেকর্ড, পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে।
সফল রানতাড়ায় ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে বেশি রান কোহলির। এখন পর্যন্ত ভারতের হয়ে রানতাড়ায় নেমে ৯২ ইনিংসে জয় পেয়েছেন কোহলি। এই ৯২ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৫১৭ রান। ৮৮ দশমিক ৯৮ এর অবিশ্বাস্য গড়ে এই রান করেছেন কোহলি।
এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। ১২৪টি সফল রানতাড়ায় দ্য লিটল মাস্টার করেছিলেন ৫ হাজার ৪৯০ রান। তার ৫৫ এর উপরের গড়টাও যেন ম্লান হয়ে যায় বিরাটের কাছে।
এদিন আরও এক কীর্তিতে শচীনকে পেছনে ফেলেছেন বিরাট। আইসিসির প্রতিযোগিতায় ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের রেকর্ড এত দিন ছিল শচীনের। রোববার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আইসিসি প্রতিযোগিতায় ৫৮টি ইনিংস খেলে শচীন করেছিলেন ২ হাজার ৭১৯ রান। আর নিজের ৬৪তম ইনিংসে সেই রান টপকে গিয়েছেন কোহলি। ভারতীয়দের মধ্যে শচীন এবং কোহলি ছাড়া একমাত্র রোহিত শর্মা আইসিসি প্রতিযোগিতায় ২ রানের গণ্ডি পার করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। মিচেল মার্শের ক্যাচ নিয়ে ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড নিজের করে নেন এই ব্যাটার। সবমিলিয়ে বিশ্বকাপে বিরাটের ক্যাচ ১৫ টি। এর আগে সবচেয়ে বেশি ১৪টি ক্যাচ নিয়েছিলেন অনিল কুম্বলে।
কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৬