আন্তর্জাতিক ডেস্ক : ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সুক্কোত উপলক্ষ্যে দক্ষিণ ইসরায়েলের একটি মরুভূমিতে আনন্দে মেতে উঠেছিলেন কয়েকশ মানুষ। শনিবার (৭ অক্টোবর) রাতে উন্মুক্ত ও খোলা মরুভূমিতে ‘নাচ-গান ও আনন্দ’ উৎসব করার কথা ছিল সেখানে জড়ো হওয়া তরুণ-তরুণীদের।
তবে নাচ-গানের এই উৎসবটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ফিলিস্তিনের গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলায় উৎসবে নিহত হয়েছে অসংখ্য মানুষ। উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, উৎসবস্থল থেকে অন্তত ২৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর সিএনএন।
শনিবার ভোরে হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা গাজা উপত্যকা থেকে লোহার সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলে প্রবেশ করেন। আর সে সময়ই গাজার পার্শ্ববর্তী মরুভূমিতে চলছিল এই উৎসব।
উৎসবে অংশ নেওয়া প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রথমে রকেট হামলার মত শব্দ শুনতে পান তারা। এরপর হঠাৎ করে অতর্কিত হামলা চালায় হামাসের সদস্যরা। এলোপাতারি গুলি শুরু করেন হামাসের যোদ্ধারা। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানো শুরু করেন সেখানে জড়ো হওয়া তরুণ-তরুণীরা।
মরুভূমি হওয়ায় উৎসবে অংশগ্রহণকারীরা শুধু সামনের দিকে দৌঁড়াতে থাকেন। আবার অনেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন।
শনিবার থেকে শুরু হওয়া হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের এই হামলায় এখন পর্যন্ত ৭০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২১ জনে।
কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৫