পরিণীতি চোপড়াকে স্বাগত জানাতে এবার বিশাল আয়োজন করেছেন চাড্ডা পরিবারে। ঢোল বাজনা সহকারে নবদম্পতিকে স্বাগত জানান পরিবারে। সকলে মিলে এই বিশেষ দিনে নতুন নতুন খেলার আয়োজন করেছিলেন। যেখানে ছিল একে অন্যের বিষয় ঠিক কতটা জানে তার একটি দীর্ঘ তালিকা। অন্যদিকে আংটি খেলার মতো কিছু সাবেকি নিয়মও পালন করা হয়। এখানেই শেষ নয়, সঙ্গে ছিল মিষ্টি বিতরণ পর্বও। নববধূকে বরণ করে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হল। অন্যদিকে একইভাবে পাল্লা দিয়ে বাড়িতে চলছে খাওয়া দাওয়ার আয়োজন।
এদিন সকাল থেকেই রান্নাবান্নার তোরজোর ছিল তুঙ্গে। একের পর এক অনুষ্ঠানে এদিন জুটিও গা ভাসালেন। কারণ প্রতিটা মুহূর্ত সাজানো হয়েছিল বিশেষভাবে। এই জুটির বিয়ে নিয়ে গত এক বছর ধরেই চর্চা ছিল তুঙ্গে। তাদের একাধিকবার প্রকাশ্যে দেখা গেলেও সম্পর্কের কথা প্রাথমিকভাবে চেপে গিয়েছিলেন তারা। তারপর কোথাও গিয়ে যেন সবটাই খুব দ্রুত গতিতে হয়ে যায়। যদিও বিশেষ কারণবশত তাদের হানিমুন হচ্ছে না বলেই খবর।
























