আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকা থেকে বেশ কয়েকটি নৌকায় পাড়ি দেওয়ার পর গত ২৪ ঘণ্টায় নয় শতাধিক অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। গতকাল শুক্রবার (০৬ অক্টোবর) দেশটির সামুদ্রিক উদ্ধার পরিষেবা এই তথ্য জানিয়েছে।
ইতালির দ্বীপ ল্যাম্পেডুসায় সাম্প্রতিক অভিবাসীর আগমন বৃদ্ধির সংকট নিয়ে যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা দক্ষিণ স্পেনের গ্রানাডায় বৈঠকে মিলিত হয়েছেন, তখনই ক্যানারী দ্বীপে অভিবাসীদের এই আগমন ঘটে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট এবং পশ্চিম দিকের এল হিয়োরোতে মোট ৫২৬ জনকে বহনকারী পাঁচটি নৌকা পৌঁছেছে। আরও দুটি নৌকা টেনেরিফে এবং তিনটি গ্রান ক্যানারিয়ায় পৌঁছেছে যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৯০৮ জন।
গতকাল শুক্রবার দিনের শেষ দিকে উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র বলেন, আরও দুটি নৌকা প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে এল হিয়েরো যাচ্ছিল।
শান্ত আবহাওয়ার সুযোগ নিয়ে আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জে লোকদের নিয়ে যাওয়ার জন্য পাচারকারীরা সক্রিয়। ফলে সাম্প্রতিক সময়ে ক্যানারি দ্বীপগুলোতে অভিবাসীদের আগমন বেড়েছে।
তাদের নিকটতম পয়েন্টে দ্বীপগুলো মরক্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে।
গত মঙ্গলবার ২৮০ অভিবাসী বহনকারী একটি নৌকা এল হিয়েরোতে নেমেছে। এটি একটি একক জাহাজে দ্বীপপুঞ্জে পৌঁছানোর বৃহত্তম সংখ্যা। খবর বাসসের।
কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে ১২০০-এর বেশি অভিবাসী ক্ষুদ্র দ্বীপে এসেছেন, যেখানে ১১ হাজার জন লোকের বাসস্থান। এর সামাজিক পরিষেবাগুলো ছাপিয়ে গেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ক্যানারি দ্বীপে ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৪ হাজার ৯৭৬ জন অভিবাসীর আগমন ঘটেছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৯.৮ শতাংশ বেশি।
কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৬