মাটিরাঙ্গায় প্রথম বারের মত অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদের শুনানী,ঘরে বসে মিলবে সনদ
জসীম উদ্দিন জয়নাল.খাগড়াছড়ি
Update Time :
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
১১৩
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রথম বারের মত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ১০ জনের অনলাইনের শুনানী সম্পন্ন হয়েছে। ঘরে বসে জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে স্থায়ী বাসিন্দা সনদ।বুধবার (৪অক্টোবর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদের জন্য আবেদন করা উপজেলার ১০জন নাগরিকের অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদের শুনানী সম্পন্ন করেছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। জেলার মাটিরাঙ্গায় এক সময় স্থায়ী বাসিন্দা সনদ পেতে প্রতিটি নাগরিক ভোগান্তি ও আর্থিক লেনদেন সমস্যায় পড়তে হতো।বর্তমানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এর সার্বিক সহযোগিতায় দুইশ টাকা ব্যাংকে জমা দিয়ে অনলাইনে আবেদন করলে ঘরে বসে পাওয়া যাবে মাটিরাঙ্গা উপজেলার সকল নাগরিকের স্থায়ী বাসিন্দার সনদপত্র।
অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদের শুনানী দিতে আসা নাগরিকরা বলেন, এতদিন একটি স্থায়ী বাসিন্দা সনদ পেতে একমাস/দুইমাস সময় লাগতো তদন্ত কর্মকর্তার পিছনে পিছনে দৌড়াতে হতো বর্তমানে অনলাইনে আবেদন করে ঘরে বসে স্থায়ী বাসিন্দা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ায় খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, এখন থেকে স্থায়ী বাসিন্দা সনদ পেতে আগের মতো ভোগান্তি ও আর্থিক লেনদেন সমস্যায় পড়তে হবে না। প্রয়োজনীয় কাগজ পত্র দুইশ টাকা ব্যাংকে জমা দিয়ে অনলাইনে আবেদন করলে পাওয়া যাবে স্থায়ী বাসিন্দা সনদ। পাহাড়ে ভূমির মালিকানা হতে হলে আগে নাগরিকে স্থায়ী বাসিন্দা সনদ প্রয়োজন। তাই স্থায়ী বাসিন্দার সনদ খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের ফলে ডিজিটাল স্মাট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে জানান তিনি।