বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সফর উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আখাউড়া রেসিডেন্সিয়াল স্কুলে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আখাউড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এরফানুল ইসলাম শরীফ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, জনাব মুন্সি সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাবেদ ওমর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোঃ শফিকুল আলম তুরান, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য মোঃ ইয়াছিন, সংগঠনের আখাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ আক্তার হোসেন, মোঃ মহিউদ্দিন, শেখ মনির হোসেন নিজাম, লুৎফা আক্তার, আসাদুজ্জামান খোকন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয় গুলোর শিক্ষার মান নিয়ে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও কেজি স্কুলের যেকোনো সমস্যায় একাত্বভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত নেতৃবৃন্দ। কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর শিক্ষার মান ধরে রাখার জন্য সকল কিন্ডারগার্টের মালিক শিক্ষক নির্রলস পরিশ্রম করে যাবে বলে মতামত ব্যক্ত করেন। এ সময় তারা আরো বলেন, দেশের প্রায় ছাত্র-ছাত্রী কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোতে পড়াশোনা করে বড় বড় স্কুল ও কলেজে ভর্তি হচ্ছে। দেশের শিক্ষার মান ধরে রাখতে কিন্ডার গার্ডেনের বিকল্প হতে পারে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও অধিকাংশ ছাত্র-ছাত্রী কিন্ডারগার্টেনে পড়াশোনা করছেন। তাই সরকার কিন্ডার গার্ডেনের প্রতি সদয় হওয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দগন অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করেন।
কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৪