স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৫ রান করেও হার। পাকিস্তান দল যেন বিশ্বকাপ শুরুর আগে একটু অস্বস্তিতেই আছে। এমন পারফরম্যান্স দলের আত্মবিশ্বাসেও চিড় ধরাতে পারে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ গড়েও দলের জিততে না পারা ভাবাচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজাকে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, জানি, এটা কেবলই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আর জেতা একটা অভ্যাসের ব্যাপার। আমার মনে হচ্ছে, পাকিস্তানের মধ্যে এখন হারার অভ্যাস ঢুকে গেছে। তারা প্রথমে এশিয়া কাপে হারল আর এখন ৩৪৫ রান করেও জিততে পারল না।
শাহিন শাহ আফ্রিদিসহ পাকিস্তানের পেসারদের তীব্র সমালোচনা করেন রমিজ রাজা। তিনি বলেন, ভারতের উইকেট সব সময় এমন। পাকিস্তানের বোলাররা যদি এভাবে ব্যর্থ হতে থাকে, তবে ম্যাচ জিততে ব্যাটসম্যানদের ৪০০ রান করতে হবে। পাকিস্তানকে এখন কৌশলে পরিবর্তন আনতে হবে। আমরা শুরুতে রক্ষণাত্মক খেলছি, তার পর আক্রমণে যাচ্ছি।
কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০০