শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা হৃদরোগের লক্ষনসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবার জেনে রাখা উচিত। দেশের মানুষের জীবনযাত্রার ধরণ হৃদরোগের অন্যতম ঝুকিপূর্ণ কারণ। তাই এই ব্যাপারে প্রত্যেকেরই সচেতনতার প্রয়োজন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত র্যালী, ফ্রি হার্ট ক্যাম্প ও গণমূখী সেমিনারে এ সব কথা বলেন। তারা আরো বলেন হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে, দেশে বর্তমানে উন্নত মানের চিকিৎসা হয়। বিশ্বে প্রতি বছর ২ কোটি ৫০ লক্ষ লোক হৃদরোগ, স্ট্রোক ও হার্ট ফেইলিয়রে মৃত্যু বরণ করে যার বেশির ভাগই নি¤œ ও মধ্য আয়ের দেশগুলো। এই মৃত্যুর মিছিল আমরা থামাতে চাই। তারা বলেন কারণ আশার কথা শতকরা ৮০ ভাগ এই ধরনের অকাল মৃত্যু প্রতিরোধযোগ্য। যদি আমরা জীবনের কিছু পরিবর্তন আনি যেমন স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, ডায়াবেটিস, রক্তচাপ নিয়ন্ত্রন, মানুষিক দুশ্চিন্তা পরিহার করা তাহলে আমাদের হার্ট সুস্থ্য থাকবে এবং হৃদরোগ থেকে মুক্তি পাব। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ভালবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যতœ নিন’।
ন্যাশানল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সহ-সভাপতি প্রফেসর ডাঃ মোঃ আলতাফুর রহমান এর সভাপতিত্বে, পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং হাফেজ আব্দুল বাছির কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর আলোচনা সভা ও সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশানল হার্ট ফাউন্ডেশন সিলেট সাংগঠনিক সম্পাদক ডাঃ এস এম হাবিব উল্লাহ সেলিম। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ন্যাশানল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর। এছাড়াও ইস্কিমিক হার্ট ডিজিজ সম্পর্কে বলেন সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফারজানা তাজিন, সিলেট বিভাগে উচ্চ রক্তচাপের প্রকল্প সম্পর্কে বলেন ডিভিশনাল প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন, জন্মগত বাতজ্বর সম্মন্ধে বলেন সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ফারহাত নাহিয়ান চৌধুরী, হৃদরোগীদের নার্সিং সেবা নিয়ে আলোচনা করেন সিনিয়র স্টাফ নার্স শামীমা নাছরিন।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি প্রফেসর ডাঃ সুধাংশু রঞ্জন দে ও কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য আব্দুল মালিক জাকা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল মুনিম চৌধুরী ও গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।এখানে উল্লেখ্য বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট রোগীদের বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা প্রদান ও গণমূখী র্যালী অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:২৫