বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইম সাদিক ও চিত্রনায়িকা পরীমণি জুটি বাধছেন ‘ডোডোর গল্প’সিনেমাটিতে । সরকারি অনুদান পাওয়া রেজা ঘটকের ছবি ‘ডোডোর গল্প’-তে দেখা যাবে দু’জনকে।
দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডোডোর গল্প’। সম্প্রতি পরীমণি ও সাইমন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ডোডোর গল্প’ পরিচালনা ছাড়াও এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রেজা ঘটক।
জানা গেছে সিনেমাটির জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। নাজমুল হক ভূঁইয়ার প্রযোজনায় সিনেমাটির কাজ শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে । চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।