আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাড়ির বিদ্যুৎ এর তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে গোবিন্দ চন্দ্র রায় (৪০) নামে এক যুবকের গৃহবধুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা বৌদ্ধ পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহিত গোবিন্দ চন্দ্র রায় উক্ত এলাকার অধির চন্দ্র রায়ের ছেলে। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান চন্দন (১৮) ও উজ্জল (১৬) রয়েছে।
গোবিন্দ স্ত্রী গায়ত্রী রানী রায় জানান, নিমোজখানা বাজার থেকে সন্ধ্যায় বাড়ি এসে দেখে ট্উিবওয়েলের পারের লাইট জ¦লছেনা অন্ধকার হয়ে আছে। তার স্বামী সুইচটি মেরামত করতে গেলে সেখানে বিদ্যুৎ এর তারে আটকে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ইউপি চেয়ারম্যান আমিুূল ইসলাম রিমুন বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আর্শিনী কুমার রায় জানান, চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে লাশ সৎগতির করার প্রক্রিয়া চলছে।
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৭