বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টনকি মাদানীনগর থেকে মাঝিগাছা গ্রামের সংযোগকারী রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত অত্যন্ত অবহেলিত অবস্থায় ছিল, এই রাস্তাটি দিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী নিয়মিত আসা-যাওয়া করে। এই কাঁচা রাস্তাটি স্বাধীনতার পর থেকে কয়েক দফা চেষ্টা করেও পাকা করা যায়নি। স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপির নিকট এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা রাস্তাটিকে পাকা করে দেওয়ার জন্য তাকে অবহিত করেন, এরই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মহোদয় অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি পিচ ঢালাই করার ব্যবস্থা করে দেন। রাস্তাটি সুন্দরভাবে তৈরি হওয়ায় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ স্বাচ্ছন্দে এটি ব্যবহার করতে পারছে। এতে খুশি রাস্তা ব্যবহার করা এলাকাবাসী ও লোকজন।
জানা গেছে, বড় টনকি মাদানী নগর সংযোগ সড়ক থেকে মাঝিগাছা সংযোগ সড়ক পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার আর প্রস্থ ১০ ফুট। এতে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি পুকুরের ৭টি জায়গায় ১৫০ মিটার ওয়াল সহ রিটার্নিং করা হয়েছে। পুরো কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় ৬৫ লক্ষ টাকা। আখাউড়া উপজেলা প্রকৌশলী অফিসের পক্ষ থেকে জানানো হয় সড়কটির কার্পেটিং কাজ পরিচালনা করতে সকল প্রকার সহযোগিতা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। এসময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম শুধু এটি নয়, পুরো উপজেলা জুড়ে চলমান আছে বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী জানান, এই রাস্তাটি তাদের জন্য দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল, কারণ সামান্য বৃষ্টি হলেই কাদা পানির জন্য রাস্তাটি দিয়ে চলাফেরা করা যেত না, স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি এই রাস্তাটি করে দেওয়ায় তারা অনেক খুশি হয়েছেন।
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:১১