বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় এবং অপরিচ্ছন্ন ল্যাবে রক্তের নমুনা সংগ্রহ করাসহ নানা অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সোমবার দিনভর বিভিন্ন বেসরকারি ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতালে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের বাইরেও নানা অভিযোগ পায়। একটি হাসপাতাল কর্তৃপক্ষ এক রোগীর কেনা ওষুধ আরেক রোগীর কাছে বেচে দেন বলেও স্বীকার করেন।
অভিযান পরিচালনায় নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট শরিফ নেয়াজ এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আশরাফ রহমান হিমেল। অভিযানকালে হাসপাতালের ল্যাবে রক্তের নমুনা সংগ্রহ করার পরিবেশ না থাকা এবং পুরাতন বিকল জরাজীর্ণ মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে মেড্ডা এলাকায় দি মেডিনোভা ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করাহয়। পাশাপাশি হাসপাতালটি সিলগালা করা হয়।
পরে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় ডেঙ্গু পরিক্ষায় রোগীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করাসহ হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহৃত ঔষধ পাওয়ার দায়ে হোপ ডায়গনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ এবং ৫২ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ একজনের কেনা ওষুধ আরেকজনের কাছে বেচার কথা স্বীকার করেন।
অভিযান শেষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাওয়ায় রোগীদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অধিক হারে অর্থ আদায় করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।