আন্তর্জাতিক ডেস্ক : দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেরিলা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে চরজন সেনাসদস্য নিহত হয়েছেন। খবর এএফপি’র। বিবৃতিতে বলা হয়, অর্ধশতাব্দীর সশস্ত্র লড়াই শেষে ২০১৬ সালে বামপন্থি গেরিলা সংগঠন ফার্কের সঙ্গে দেশটির সরকারের শান্তিচুক্তি হয়। তবে এই চুক্তি মেনে নেয়নি ফার্কের একটি বিচ্ছিন্নতাবাদী দল ‘দ্য এসতাদো মেয়র সেন্ট্রাল (এএমসি)’।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫