স্পোর্টস ডেস্ক : ে৭ ওভারে ১ মেডেনসহ ২১ রানে ৬ উইকেট! ফাইনালে এটাই মোহাম্মদ সিরাজের বোলিং ফিগার। তার তাণ্ডবে ১৫ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে মাত্র ৩৭ বলেই ম্যাচ জিতে নেয় ভারত। ২৬৩ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এটাই কোনো ফাইনালে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড।
লঙ্কানদের এমন লজ্জার দিনে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। এই ফাইনালের আগ পর্যন্ত এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি বাংলাদেশের দখলেই ছিল। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা।
ফাইনালে হয়েছে আরও বেশকিছু রেকর্ড। এশিয়া কাপের ফাইনালে এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১৭৩ রানের। শ্রীলঙ্কা এদিন থেমেছে তার অনেক আগেই। লঙ্কানরা তাদের ক্রিকেট ইতিহাসেই এরচেয়ে কম রানে অলআউট হয়েছে আর মাত্র একবার।
ভারতও এর চেয়ে কম রানে কখনো প্রতিপক্ষকে অলআউট করতে পারেনি। এর আগে ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করেছিল ভারত। এতদিন পর্যন্ত এটিই তাদের বিপক্ষে কোন দলের সর্বনিম্ন রানের রেকর্ড হিসেবে টিকে ছিল। ৫০ রানে অলআউট হয়ে সে লজ্জা থেকেও টাইগারদের মুক্তি দিল লঙ্কানরা।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫৫