স্পোর্টস ডেস্ক : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়ের পর সাজঘরে ফিরলেন মেহেদি হাসান মিরাজ।
১৪ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫৯ রান। দলকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয়।
শুক্রবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ১২তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫.৪ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা।
ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন লিটন কুমার দাস। লিটনের মতো একই অবস্থা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। তিনি শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফেরেন। ৩.১ ওভারে ১৫ রানে ফেরেন দুই ওপেনার।
গত বছরের ১০ ডিসেম্বরের পর ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার এনামুল হক বিজয়। তিনি ফেরেন ১১ বলে মাত্র ৪ রানে।
এশিয়া কাপের চলতি আসরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আসরে নিজেদের শেষ ম্যাচে খেলছে টাইগাররা। গুরুত্বহীন ম্যাচে ব্যাটিংয়ে নেমে বিপদে রয়েছে টাইগাররা।
কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৬