স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে রেকর্ড ২২৮ রানে হারের ২৪ ঘণ্টার মধ্যেই খুশির খবর পেলেন বাবর আজম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর আগস্ট মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বাবর। এই নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির এই পুরস্কার পেলেন পাকিস্তান অধিনায়ক।
ভারত ও বাংলাদেশের বিপক্ষে রান না পেলেও এশিয়া কাপে নেপালের বিপক্ষে খেলেন ১৫১ রানের ইনিংস। আইসিসির আগস্ট মাসের সেরার পুরস্কার জিতে বাবর বলেন, ‘আগস্ট মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি আনন্দিত। গত কয়েক মাস ধরে দল হিসাবে আমরা বেশ ভাল খেলছি। ব্যক্তিগত ভাবেও ভাল পারফরম্যান্স করতে পেরেছি।’
ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাবর। বলেছেন, ‘এশিয়া কাপের শেষ দিকে এসে মনে হচ্ছে এক দিনের বিশ্বকাপের সময় সেরা ফর্মে থাকতে পারব। আমি এবং আমাদের দল পাকিস্তানের লাখ লাখ সমর্থককে আনন্দ দিতে চাই।’
কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৪