স্পোর্টস ডেস্ক : সপ্তাহখানেক আগেই আল হিলালকে সৌদি এল ক্লাসিকে জিতিয়েছেন আলেক্সান্ডার মিত্রোভিচ। সেই রেশ এখনও কাটেনি তার। সেটারই প্রমাণ মিললো গতকাল রাতে। লিথুয়ানিয়ার বিপক্ষে করেছেন হ্যাটট্রিকমে জিতিয়েছেন নিজ দেশ সার্বিয়াকে। ইউরো কোয়ালিফায়ার্সে লিথুয়ানিয়ার মুখোমুখি হয়েছিল সার্বিয়া। মিত্রোভিচরা তাদের হারিয়েছেন ৩-১ গোলে। তিনটি গোলই এসেছে আল হিলাল তারকার পায়ে।
খেলার ২১ মিনিটেই লিথুয়ানিয়ার জালে বল জড়িয়ে সার্বিয়াকে এগিয়ে নেন তিনি। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪৩ মিনিটে ব্যবধান আরও বাড়ান সঙ্গে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৩-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যেতে পারত সার্বিয়া। তবে বিরতির বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল পেয়ে যায় লিথুয়ানিয়া। গিতিস পলাসকাসের গোলে ব্যবধান কমায় তারা।
যেভাবে মিত্রোভিচ শুরু করেছিলেন। তাতে মনে হয়েছিল গোলের বন্যা বয়ে যাবে। কিন্তু বিরতির পর আর কোনো দলই পায়নি গোলের দেখা। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সার্বিয়াকে।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৮