এম এ রহিম,চৌগাছা (যশোর ) : যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ইরুফা সুলতানার উদ্যোগে গঠিত উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে ৬ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই অর্থ বিতরণ করা হয়। সাধারণ মানুষের দেয়া টাকায় গঠিত উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে ৬ অসহায় ব্যক্তিকে ৬৪ হাজার ৫শ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।এ তহবিল থেকে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামকে ৫০ হাজার, মাঠচাকলা গ্রামের রাশেদহাসানকে ৫হাজার, নিয়ামতপুর গ্রামের শিশু শিক্ষার্থী সাইমা খাতুনকে ২ হাজার, ভবানীপুর গ্রামের আব্দুর রবকে ৫শ, পাঁচনমনা গ্রামের তফাজ্জেল হোসেনকে ৫ হাজার এবং জামালতা গ্রামের মাধ্যমিক শিক্ষার্থী সুফিয়া খাতুনকে ২ হাজার টাকা সহায়তা দেয়া হয়।
গত দুই মাস আগে এ তহবিল থেকে আরোচারজনকে ৮ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগকেই চিকিৎসা সহায়তা দেয়া হয়।এদিকে উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে শিক্ষা সহায়তা পেয়ে উপজেলার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থী সুফিয়া খাতুন বলেন, সে ভবিষ্যতে ইউএনও হতে চায়। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটিরসভাপতি জিয়াউর রহমান রিন্টু বলেন, মেয়েটি খুবই মেধাবী। তবে দরিদ্র পরিবারের। ইউএনও ইরুফা সুলতানা বলেন, মেয়েটি খুবই হাঁসিখুশি। সামান্য সহায়তা পেয়ে সে অনেক খুশি। সে আমাকে বলেছে, আমি বড় হয়ে আপনার মতো অফিসার হতে চাই। ভবিষ্যতেও তাকে সব ধরণের সহায়তা দেয়ার চেষ্টা করা হবে।চৌগাছা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনও স্যারের পরামর্শে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ২ টাকা করে তহবিল সংগ্রহ করা হয়। সেই টাকা উপজেলা পরিষদ কল্যাণ তহবিলের চৌগাছা সোনালী ব্যাংকের ২৩১১৯০১০৪৪০৭০ হিসাব নম্বরে জমা করা হয়। সেখান থেকে উপজেলার বিভিন্ন গ্রামের সহায়তা চাওয়া ব্যক্তিদের মধ্যে আজ ৬ জনকে ৬৪ হাজার ৫শ টাকাবিতরণ করা হয়েছে। এর আগেও হিসাবটি থেকে ৮ হাজার টাকা ৪ জনকে সহায়তা হিসেবে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন গ্রামের অসুস্থ, বয়োবৃদ্ধ ব্যক্তিরা সহায়তার জন্য আবেদন করেন। তাদের চিকিৎসা বা ঔষধের জন্য তাৎক্ষণিকভাবে দেয়ার জন্য কোন তহবিল উপজেলা পরিষদের নেই। সরকারি চিকিৎসা সহায়তা পাওয়া সময়সাপেক্ষ আবার নির্ধারিত রোগী ছাড়া সাধারণ অসুস্থ ব্যক্তিরা এই সহায়তা পান না। অথচ অনেকেই আছেন ৫শ থেকে পাঁচ হাজার টাকার ওষুধে সুস্থ হয়ে যেতে পারেন। কারো হয়তো তাৎক্ষণিকভাবে চিকিৎসার দরকার। আবার গরীব শিক্ষার্থীরা বই বা শিক্ষা সরঞ্জাম কেনার জন্য আবেদন করেন। এসব মানুষের কথা বিবেচনা করে উপজেলা পরিষদ কল্যাণ তহবিল নামে চৌগাছা সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হয়। এসব মানুষকে যারা সহায়তা করতে ইচ্ছুক সর্বস্তরের সেইসব মানুষকে এই হিসাবে অর্থ প্রদানের আহবান জানানো হয়। আবেদনকারীদের মধ্যে সেই ব্যাংক একাউন্ট থেকে এই সহায়তার অর্থ প্রদান করা হয়েছে।