স্পোর্টস ডেস্ক : কলম্বোতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
৯ সেপ্টেম্বর থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাঁচটি সুপার ফোরের ম্যাচ এবং ফাইনালের সময়সূচী নির্ধারণ করা হয়েছে, তবে আবহাওয়া শান্ত হওয়ার খুব কমই লক্ষণ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে, এসিসি বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবং টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে সম্ভাব্য ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা করছে বলে খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
প্রেমাদাসা স্টেডিয়ামে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে পাঁচটি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ বৃষ্টি-বাধায় পড়েছে। যদিও ফল হয়েছে সব ম্যাচের।
কিন্তু কলম্বোয় গত কয়েক দিনে এতটাই ভারি বর্ষণ হয়েছে যে, শহরের উত্তর অংশে বন্যা দেখা দিয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামও কলম্বোর উত্তরেই অবস্থিত। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, কলম্বোয় আরও দুই সপ্তাহ টানা বৃষ্টি হবে। সেটা হলে ফাইনাল তো দূরের কথা, সুপার ফোরের ম্যাচগুলোও পণ্ড হয়ে যাবে। তাতে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি ও প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস।
তবে কলম্বোর ম্যাচগুলো অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে না। শ্রীলঙ্কারই ক্যান্ডি, দাম্বুলা অথবা হাম্বানটোটায় হতে পারে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম এরই মধ্যে দুটি ম্যাচ আয়োজন করেছে। একটি বাংলাদেশ–শ্রীলঙ্কা, অন্যটি ভারত–পাকিস্তান। বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচটিতে একবার বৃষ্টি বাগড়া দিলেও কোনো ওভার কাটা পড়েনি। কিন্তু পরশু থেমে থেমে হওয়া বৃষ্টিতে ভারত–পাকিস্তান ম্যাচটা পণ্ড হয়ে যায়।
সেই ক্যান্ডিতেই আজ নেপালের বিপক্ষে খেলবে ভারত। এরপর সেখানে আর এশিয়া কাপের কোনো ম্যাচ নেই। তবে এসিসি চাইলে এই ভেন্যুর কর্তৃপক্ষ আরও ম্যাচ আয়োজন করতে পারবে। কিন্তু পাহাড়ি শহর ক্যান্ডিতে আগামী কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
সে ক্ষেত্রে ক্যান্ডি থেকে ৭০ কিলোমিটার দূরের শহর দাম্বুলায় সুপার ফোর ও ফাইনাল আয়োজন করা যেতে পারে। বৃষ্টির বাধাহীন ২০১০ এশিয়া কাপের সব ম্যাচ এই ভেন্যুতেই হয়েছিল। এবারও এ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে এসএলসির এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, এত অল্প সময়ের মধ্যে রণগিরি স্টেডিয়ামকে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত করে তোলা সম্ভব নয়।
তাহলে ‘শেষ বিকল্প’ হিসেবে বাকি থাকে হাম্বানটোটা। শ্রীলঙ্কার দক্ষিণের এই বন্দর নগরীতে আগামী কয়েক দিন বৃষ্টি নামার কোনো সম্ভাবনা নেই। তা ছাড়া হাম্বানটোটার মাহিন্দা রাজাপক্ষে স্টেডিয়ামে কদিন আগেই বৃষ্টি বাধা ছাড়া দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে আফগানিস্তান–পাকিস্তান। ম্যাচ আয়োজনের জন্য এই ভেন্যুকে প্রস্তুত বলাই যায়।
কিন্তু হাম্বানটোটার ক্ষেত্রে ঝামেলা অন্যখানে। মাহিন্দা রাজাপক্ষে স্টেডিয়ামের অবস্থান মূলত জঙ্গলের কিনারে। সেখান থেকে হোটেলও বেশ দূরে। সূচিতে থাকা কলম্বোর কিছু ম্যাচও যদি সেখানে আয়োজন করা হয়, তাহলে লঙ্কান বোর্ডকে লজিস্টিক সংক্রান্ত জটিলতায় পড়তে হবে। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকেও তাদের সরঞ্জাম আনা–নেওয়ার ক্ষেত্রে বেগ পেতে হবে। কারণ, তখন তাদের অতিরিক্ত একটি ভেন্যুতে সম্প্রচার সংশ্লিষ্ট সরঞ্জাম, ক্যামেরাপার্সন ও অন্যান্য লোকবল পাঠাতে হবে।
বুধবার থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। সব মিলিয়ে এসিসির হাতে সময় আছে মাত্র দুদিন। ভেন্যু বদলের সিদ্ধান্ত তাই দ্রুতই নিতে হবে।